ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

১১ মামলায় আমানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, সেপ্টেম্বর ৩, ২০১৫
১১ মামলায় আমানের জামিন আমান উল্লাহ আমান

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার ১১টি নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

জামিন আবেদনের শুনানি শেষে  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালত এ জামিন মঞ্জুর করেন।

জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন আমানের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

আমানের অপর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, ১১ মামলায় জামিন পেলেও আমানের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
 
এর আগে গত ১২ আগস্ট বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ৪৪ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন মহানগর দায়রা জজ আদালত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী গত ২ আগস্ট ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে একাধিক ম্যাজিস্ট্রেট আমানের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।