ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জানুয়ারি ২৪, ২০১৫
মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাগুরা জেলা শাখা।

সংগঠনের তিনদশক পূর্তি উপলক্ষে শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় সৈয়দ আতর আলি পাবলিক লাইব্রেরি মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে।

এর আগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভবতোষ বিশ্বাস জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন।

এ সময় বক্তব্য রাখেন- তেল গ্যাস রক্ষা মাগুরা জেলা কমিটির আহ্বায়ক অহিদুল হক,  সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, শরীফ তেহরান আলম টুটুল, বাসদ নেতা আসাদুর রহমান আসাদ ও মীর নাজমুল ইসলাম শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।