ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

আশুলিয়ার কাঠগড়ায় অবরোধ সমর্থনে ভাঙচুর

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ২২, ২০১৫
আশুলিয়ার কাঠগড়ায় অবরোধ সমর্থনে ভাঙচুর

ঢাকা (আশুলিয়া): সাভারের আশুলিয়া কাঠগড়া এলাকায় অবরোধ সমর্থনে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হন।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে কাঠগড়া বাসস্ট্যান্ড এলাকায় লাঠি হাতে এক দল যুবক হঠাৎ যানবাহন ভাঙচুর শুরু করে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। দুর্বৃত্তরা কাভার্ড ভ্যান, হিউম্যান হলার, সিএনজি চালিত অটোরিকশাসহ অন্তত দশটি গাড়িতে ভাঙচুর চালায়। দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচ জন আহত হন। তবে প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।