ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে গ্রেফতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ২২, ২০১৫
খালেদা জিয়াকে গ্রেফতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: হরতাল-অবরোধের নামে দেশব্যাপী নাশকতা সৃষ্টি করে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে হরতাল-অবরোধ দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। দেশব্যাপী নাশকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধী ও জামায়াতের নেতা-কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে। জনগণের জানমাল নিয়ে খেলা করার কোনো অধিকার খালেদা জিয়ার নেই।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।