ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জানুয়ারি ২২, ২০১৫
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সরকারি কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।



এদিকে, নাশকতার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।

অবরোধের কারণে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহর ও এর আশপাশে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সিডিউল মোতাবেক চলছে না। এজন্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মঘট চলায় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ছাত্রদলের ধর্মঘট চলায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

দুপুর ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।