ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

চকবাজারে ট্রাকে শিবিরের ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জানুয়ারি ২২, ২০১৫
চকবাজারে ট্রাকে শিবিরের ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর চকবাজার থানার বেঁড়িবাধ এলাকায় আটটি ট্রাক ভাঙচুর করেছে শিবিরকর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আকস্মিক মিছিল বের করে এ তাণ্ডব চালায় শিবির।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করে গলি থেকে ঝটিকা মিছিল বের করে পার্ক করা কমপক্ষে আটটি ট্রাকে ভাঙচুর চালায় শিবিরকর্মীরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে তারা।

তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় শিবিরকর্মীরা।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি আজিজুল হক।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।