ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ২৪, ২০২২
দৌলতপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী চরচিলমারী এলাকা থেকে জিল্লার মণ্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি দল তাকে আটক করে।

আটক হিটলার ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার রায়পাড়া এলাকার সামাদ মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, চরচিলমারী বিওপির সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় মাদক বিরোধী ও চোরাচালন রোধে অভিযান চালায় বিজিবি। অভিযানে ১৯০টি ইয়াবা বড়ি ও ১০০ রুপিসহ হিটলারকে আটক করা হয়।  

এ ঘটনায় মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও রুপিসহ আটক হিটলারকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।