ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

আইজিপির সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, জুলাই ২৯, ২০২৫
আইজিপির সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ আইজিপির সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন ড. মরিস টিডবল-বিন্জ সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ও মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে কাজ করছে। সবক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।