ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বকেয়া বেতন-দুই ঈদের বোনাসের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, সেপ্টেম্বর ২১, ২০২৫
বকেয়া বেতন-দুই ঈদের বোনাসের দাবিতে মানববন্ধন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় গুদাম, সব জেলা ও উপজেলা গুদাম এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অঙ্গীভূত ৯২২ জন সদস্য দীর্ঘ এক বছরের বকেয়া বেতন ও দুই ঈদ বোনাস না পেয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

এরই প্রতিবাদে রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করেন দেশের সব জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত ভুক্তভোগী ভিডিপি সদস্যরা।

মানববন্ধনে অংশ নেওয়া সদস্যরা অভিযোগ করে বলেন, নিয়মিত দায়িত্ব পালন করলেও গত এক বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি। এমনকি পরপর দুইটি ঈদ গেলেও তারা কোনো ঈদ বোনাস পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বগুড়ার ভুক্তভোগী ভিডিপি সদস্য হাবিব বলেন, আমরা বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। কিন্তু তারা ‘এই মাসে দেবো’, ‘ওই মাসে দেবো’ বলতে বলতে এক বছর পার করে দিল। দুইটি ঈদ চলে গেছে, সন্তানের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারিনি, নতুন জামা কিনতেও পারিনি।

তিনি আরও জানান, দিনাজপুরের প্রান্নাথপুর গ্রামের ভিডিপি সদস্য সত্যেন রায় ঋণের বোঝা সইতে না পেরে সম্প্রতি আত্মহত্যা করেছেন। পরিবার পরিকল্পনা আঞ্চলিক গুদামে দায়িত্ব পালন করা সত্যেন রায় বেতন-ভাতা না পেয়ে ঋণের ভারে জর্জরিত হয়ে জীবন শেষ করেন।

হাবিব বলেন, এখন আমাদের অবস্থাও সত্যেন রায়ের মতো। কেউ আর ঋণ দিচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা আজ মানববন্ধনে এসে শেষবারের মতো আহ্বান জানাচ্ছি—আমাদের ন্যায্য দাবি মেনে নিন। না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো।

ভুক্তভোগীরা তাদের দাবিতে বলেন— ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত সব বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে; এবং ন্যায্য অধিকার হিসেবে দুটি ঈদ বোনাস দ্রুত প্রদান করতে হবে।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দাবিগুলো মেনে না নিলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিএইচবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।