ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক ভাঙার ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, নভেম্বর ১৯, ২০২২
কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক ভাঙার ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মহাসড়কের কাঁচপুর উন্নয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক ভাঙার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে সাঁটানো প্রধানমন্ত্রীর ফলকটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

জানা যায়, কাঁচপুর ব্রিজসহ সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের তিন সেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক পোড়ানো হয়। পরে তা ভেঙে ফেলা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেওয়া জন্য ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বাংলানিউজকে বলেন, ফলক ভাঙার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।