ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে হাজার পিস ইয়াবাসহ দেবর-ভাবি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, নভেম্বর ১৮, ২০২২
দিনাজপুরে হাজার পিস ইয়াবাসহ দেবর-ভাবি গ্রেফতার 

দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে চিশতিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৩৮) ও বিরামপুর উপজেলার কাটলা হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী পারুল বিবি (৪২)।

এ বিষয়ে ওসি তানভীরুল ইসলাম বলেন, বিরামপুর থেকে মাদক নিয়ে দিনাজপুরে বিক্রির জন্য আনা হচ্ছে—   গোপন সংবাদের ভিত্তিতে চিশতিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালাই। এসময় এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করি। সম্পর্কে তারা দেবর-ভাবি হন।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫, নভেম্বর ১৮, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ