ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

গণঅভ্যুত্থানকালের ১৯ মামলায় দেওয়া হলো অভিযোগপত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, আগস্ট ৬, ২০২৫
গণঅভ্যুত্থানকালের ১৯ মামলায় দেওয়া হলো অভিযোগপত্র ফাইল ফটো

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে এ পর্যন্ত ১৯টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।

বুধবার (৬ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানান।

অভিযোগপত্র দেওয়া ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর, ১টি ফেনী, ১টি চাঁদপুর, ১টি কুমিল্লা, ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনার ১টি ও জামালপুর জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলোর তদারকি করছেন। দায়ের করা অন্যান্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনে দেশে গণঅভ্যুত্থান হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সেসময় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের গুলিসহ সহিংসতায় প্রায় ১৪শ’ মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। অভ্যুত্থান দমন কার্যক্রমের সমন্বয় করেছেন খোদ শেখ হাসিনা।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।