ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

পদোন্নতিপ্রাপ্ত ১৫ আনসার কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, আগস্ট ৭, ২০২৫
পদোন্নতিপ্রাপ্ত ১৫ আনসার কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক আনসার কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে

ঢাকা: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে সদ্য পদোন্নতি পাওয়া ১৫ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ওই ১৫ কর্মকর্তাকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন, তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা। প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখে-এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমাদের এ পদোন্নতির দেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক, স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিবসহ সবার প্রতি কৃতজ্ঞতা। রাষ্ট্রের যে কোনো দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। আমরা নবনিযুক্ত উপপরিচালকেরা সম্মিলিতভাবে বাহিনীর সেবায় ও দেশের কল্যাণে আরও নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করে যাবো। আমরা নিষ্ঠাবান পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রার ভুমিকা পালন করবো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস. এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস. এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস. এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।

এসসি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ