ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, নভেম্বর ৩, ২০২২
জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

ঢাকা: জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে ওই নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, ৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।

মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এ মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিতকরণ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ