ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বিচারপতি মানিকের ওপর হামলার তদন্ত ডিবিতে, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, নভেম্বর ৩, ২০২২
বিচারপতি মানিকের ওপর হামলার তদন্ত ডিবিতে, গ্রেফতার ৪

ঢাকা: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে।

হামলায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় বুধবার (৩ নভেম্বর) রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে ডিবিকে। ওই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে পল্টনে হামলার শিকার হন সাবেক বিচারপতি মানিক। মতিঝিল থেকে কারওয়ানবাজার যাওয়ার পথে পল্টনে বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।

এদিন রাতেই রাজধানীর পল্টন‌ থানায় মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে উল্লেখ করে মামলায় দলটির অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ