ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গৌরীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, অক্টোবর ২৮, ২০২২
গৌরীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে মদিনা আক্তার (৩৫) নামে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের নয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত মদিনা আক্তার ওই এলাকার হারুন অর রশিদের স্ত্রী।  

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ এই তথ‍্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মদিনা আক্তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে বেশ কয়েকদিন যাবত প্রতিবেশী ও তার পরিবারের লোকজনের কাছে নিজের মৃত্যুর কথা বলছিলেন।  

এই অবস্থায় ঘটনার দিন দুপুরে নিজ রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।  

এসআই কামাল আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।