বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সম্প্রতি অবসরে যান। তার অবসরে যাওয়ার পর গত ১৭ আগস্ট থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম বজলুর রশীদ সিনিয়র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এমআইএইচ/এমজেএফ