ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সৎ বাবার মারধরে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, অক্টোবর ২৪, ২০২২
রাজধানীতে সৎ বাবার মারধরে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর শ্যামপুরে একটি বাসায় সৎ বাবার মারধরে আব্দুল্লাহ (৪) নামের এক শিশু মারা গেছে। সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কদমতলী থানা নামা শ্যামপুরের বাসা থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) অনিক গোঁপ জানান, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি নামা শ্যামপুর কফি মসজিদের পাশের একটি টিনশেড বাসায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসায় গিয়ে  মৃতদেহ দেখতে পাই।

শিশুটির মা কলি বেগমের বরাত দিয়ে এসআই অনিক জানান, শিশু আব্দুল্লাহর সৎ বাবা রাজু ভোর ৬টার দিকে শিশুটিকে মারধর করে খাট থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই শিশুটি মারা যায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাজার থেকে কাফনের কাপড় এনে শিশুটিকে দাফন করার চেষ্টা চালায়।

এসআই অনিক জানান, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি এবং সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করা হয়। শিশুটির মুখমণ্ডলে কয়েক জায়গায় জখম রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআই জানান, আব্দুল্লাহর বাবার নাম রুবেল। তিনি অন্য কোথাও থাকেন। গত দুই বছর আগে রাজুকে বিয়ে করেন আব্দুল্লাহর মা কলি বেগম।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এজেডএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ