‘দৈনিক আজকের কণ্ঠ’ নামে একটি পেজের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং টিম বাংলাফ্যাক্ট।
প্রতিবেদনে তারা বলছে, দৈনিক আজকের কণ্ঠ নামে একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে নিয়মিত ফটোকার্ড এবং ভিডিও পোস্ট করা হচ্ছে।
বাংলাফ্যাক্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ জুলাই এই পেজটি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হয়, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার মতো ডায়নামিক লিডার বিরল। তবে অনেক চেষ্টা করেও সে দাবির সত্যতা খুঁজে পায়নি বাংলাফ্যাক্ট। মাহাথির মোহাম্মদ শেখ হাসিনার প্রশংসা করেছেন— এ দাবির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
গত ১৭ জুলাই পেজটি থেকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জবাব কে দেবে?’ এমন ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, অচেতন অবস্থায় এক যুবককে দুই পুলিশ সদস্য ভ্যানে তুলছেন। ভিডিওটি ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের ঘটনা বলে দাবি করা হলেও যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি গত ৪ জুন, ২০২৫ থেকে ইন্টারনেটে রয়েছে। অর্থাৎ, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
এছাড়া, গত ৮ আগস্ট ‘আর নেই সাংবাদিক আনোয়ার, পুলিশের সামনেই যাকে পিটিয়েছিল চাঁদাবাজরা’ এমন শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের উপস্থিতিতেই একদল দুর্বৃত্তের হাতে নির্মমভাবে প্রহৃত সেই সাংবাদিক আনোয়ার হোসেন মারা গেছেন। তবে যাচাইয়ে দেখা যায়, গত ৬ আগস্ট গাজীপুরের সাহাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন মারা যাননি। তিনি জীবিত আছেন বলে গাজীপুর সদর থানার ওসি মেহেদি হাসান বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেছেন।
আলোচিত পেজটিতে ৩৫ হাজার ফলোয়ার রয়েছে বর্তমানে। বাংলাফ্যাক্ট উক্ত পেজের ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখেছে, এটি ২০২৫ সালের ১৮ এপ্রিল চালু করা হয়েছিল। পেজটি বর্তমানে তিনজন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে; যাদের মধ্যে একজনের লোকেশন বাংলাদেশে, অপর দুজন নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র থেকে পেজটি পরিচালনা করছে। এছাড়াও একই নামে একটি বাংলা পেজেরও সন্ধান পাওয়া গেছে। যেটি গত ৯ আগস্ট চালু করা হয়।
পেজটিতে উল্লেখিত আজকের কণ্ঠের ওয়েবসাইটের ডোমেইন তথ্য যাচাই করে জানা গেছে, এটি ২০২৫ সালের ৩১ জুলাই নিবন্ধিত হয়েছে। অর্থাৎ, ওয়েবসাইটটি গত মাসে চালু করা হয়েছে।
এফএইচ/এমজে