ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালো মানুষ গড়ে উঠলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, আগস্ট ২৫, ২০২৫
ভালো মানুষ গড়ে উঠলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার বিশিষ্টজনদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

বরিশাল: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ হচ্ছেন একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম স্তর। সুশাসিত দেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়।

ভবিষ্যতে আরও জোরালো হবে। ভালো মানুষ গড়ে উঠলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব।  

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে বিশিষ্টজনদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এছাড়া গোল্ডম্যান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বরিশাল কার্যালয়, বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি গাজী জাহিদ হোসেন, শাহ শাজেদা, শুভংকর চক্রবর্তী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ