ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইসরায়েলি গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার এখনই  সময়: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, আগস্ট ২৫, ২০২৫
ইসরায়েলি গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার এখনই  সময়: তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং গণহত্যা বন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়।  

সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন এবং আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে উপদেষ্টা তৌহিদ হোসেন তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় অবাধ মানবিক প্রবেশাধিকার এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্র সূত্রে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথের আহ্বান জানান।

উপদেষ্টা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের মুক্তির লক্ষ্যে ওআইসি বা মুসলিম উম্মাহ কর্তৃক উত্থাপিত যেকোনো প্রস্তাবের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেন।

বৈঠকের ফাঁকে তৌহিদ হোসেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে মামলার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং সুবিধাজনক সময়ে ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা অনুষ্ঠানের  সিদ্ধান্ত নেন।  

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই রোহিঙ্গা শিবির পরিদর্শনের পরিকল্পনা করছেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ