ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ট্রেন থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, অক্টোবর ২৪, ২০২২
কুমিল্লায় ট্রেন থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন পার হলে ওই যুবক ছিটকে পড়ে যান। তিনি দুই বগির মধ্যবর্তী স্থানে ট্রেনের হাতল ধরা অবস্থায় ছিলেন। ট্রেন থেকে পড়ে তিনি চাকায় কাটা পড়েন। এসময় মাথায় ও বুকে আঘাত পান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তিনি মারা যান।  

আকবর আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহেউদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ