ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে ট্রাক্টর চাপায় সেনা সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, অক্টোবর ১৭, ২০২২
নীলফামারীতে ট্রাক্টর চাপায় সেনা সদস্যের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গায় ট্রাক্টর চাপায় মহিদুল ইসলাম (২৭) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি এক মাসের ছুটিতে বাড়িতে ছিলেন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে মোটরসাইকেলে করে ভুল্লির দিকে যাওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা।

যানা গেছে, ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মহিদুল। উদ্ধারের পর নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।