ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ৮ লাখ টাকার কোকেনসহ ২ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, অক্টোবর ১৭, ২০২২
যাত্রাবাড়ীতে ৮ লাখ টাকার কোকেনসহ ২ বিক্রেতা আটক আটকরা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় সাড়ে আট লাখ টাকার কোকেনসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানার পশ্চিম মোমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) ও মো. সাহাবুদ্দিন (৫৫)।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, র‌্যাবের একটি দল মোমিনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭১ দশমকি ৯০ গ্রাম কোকেনসহ দু’জনকে আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।

তিনি বলেন, আটক ব্যক্তিরা কোকেন পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে কোকেন সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।