ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, অক্টোবর ১৭, ২০২২
জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাসিক পুরস্কার নিচ্ছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী: জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি করপোরেশনের মধ্যে আবারও দেশসেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।  

২০২১ সালের পর ২০২২ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে ১ম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি করপেরেশন।

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা দেওয়ায় রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।