ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, অক্টোবর ১৭, ২০২২
গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম পারভেজ (৩৩)।

বিস্ফোরণের শিকার কাভার্ডভ্যানের চালক ছিলেন তিনি।  

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে মারা যান আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পারভেজের শরীরে ৮৬ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিলো তার। চিকিৎসাধীন অবস্থায় ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

পারভেজের মামা মো. জাহিদ জানান, তার বাবার নাম নাজিম উদ্দিন। চট্টগ্রামে থাকতেন তিনি। যেই কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিলো সেটির চালক ছিলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

দগ্ধরা বাকি ৩ জন হলেন- আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) ও সিরাজুল ইসলাম টুটুল (২৫)।

দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আলআমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। ডিজেল চালিত একটি কাভার্ডভ্যান নিয়ে তারা বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিলো। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিলো। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ৫ জনই দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।