ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরকীয়া: পালানোর সময় ধরা খেলেন প্রবাসীর স্ত্রী ও যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, অক্টোবর ১৭, ২০২২
পরকীয়া: পালানোর সময় ধরা খেলেন প্রবাসীর স্ত্রী ও যুবক আটকরা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পরকীয়া সম্পর্কের জেরে পালাতে গিয়ে ধরা খেয়েছেন হালিম ইসলাম (২৫) ও পাপিয়া খাতুন (১৯) নামে এক প্রবাসী।

রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা এলাকার আব্দুল খালেকের ছেলে হালিম ইসলাম ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে প্রবাসী সজিব হোসেনের স্ত্রী পাপিয়া খাতুন।

আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাফিজুর রহমান জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা এলাকার সাইদুর রহমানের ছেলে প্রবাসী সজিব হোসেন মালয়েশিয়া থাকায় তার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার হালিম ইসলামের। একপর্যায়ে রোববার তারা দুজনে পালিয়ে আসেন। আমলা বাজার এলাকায় তাদের চলাফেরা সন্দেহভাজন হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুজনে অবৈধভাবে পালিয়ে আসার কথা স্বীকার করেন। পরে তাদের মিরপুর থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।