ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে উটতলি ব্রিজের ভিত্তিস্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, অক্টোবর ১৭, ২০২২
চাঁদপুরে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে উটতলি ব্রিজের ভিত্তিস্থাপন

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের উটতলি ডাকাতিয়া নদীর ওপর ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংবাদিক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান এমপি।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ৫৫০ মিটার দৈর্ঘ্য সেতুটি ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ শফিকুর রহমান এমপি।  

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন মানিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।