ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার একদিন পর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, অক্টোবর ১৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার একদিন পর মামলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একদিন পর থানায় মামলা হয়েছে।

 

শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গোমস্তাপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন রোববার (১৬ অক্টোবর) দুপুরে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনকে এজাহার নামীয় ও ১০/১১ জনকে অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে মামলা করেন। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্ৰেফতার করা হয়নি। ঘটনার রাতে স্থানীয়রা যেসব আসামিদের ছিনিয়ে নিয়েছিল তাদেরও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার এজাহার নামীয় আসামি হাবিবুর রহমান হবিকে ধরতে গেলে স্থানীয় জেলেরা আসামিকে ছিনিয়ে নেয়। এসময় ৪ জন পুলিশ সদস্যের ওপর হামলা চালায় তারা। এতে গুরুতর আহত একজন এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।