ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, অক্টোবর ১৬, ২০২২
সাতক্ষীরায় ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক স্বর্ণের বারসহ আটক।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৫০৬ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ শামিমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শামিমুল জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকেলসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে শামিম।

তিনি জানান, জব্দকৃত বারের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এই স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক শামিমুলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।