ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে চাচাতো ভাইদের হাতে স্কুল কর্মচারী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, অক্টোবর ৩, ২০২২
সিলেটে চাচাতো ভাইদের হাতে স্কুল কর্মচারী খুন

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন (৪৫) নামে এক স্কুলের কর্মচারী খুন হয়েছেন।  

রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিজাম কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার পাড়ুয়া ইউনিয়নের আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। এছাড়া উপজেলার পাড়ুয়া বাজারে ফার্মেসি রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পেছনের জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল নিজামের। রোববার রাত সাড়ে ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চাচা ও চাচাতো ভাইয়েরা রড, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বাংলানিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজামকে চাচাতো ভাইয়েরা হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।