ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্পা সেন্টারের আড়ালে চলতো অবৈধ কাজ, ৭ নারীসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, অক্টোবর ৩, ২০২২
স্পা সেন্টারের আড়ালে চলতো অবৈধ কাজ, ৭ নারীসহ আটক ৯

ঢাকা: রাজধানীর গুলশানের লাইফ কেয়ার নামে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে সাত নারীসহ নয়জনকে আটক করেছে পুলিশ।  

রোববার (০২ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অবস্থিত স্পা সেন্টারটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।

 

তিনি বাংলানিউজকে জানান, স্পা সেন্টারটিতে স্পার আড়ালে অবৈধ অসামাজিক কর্মকাণ্ড চলতো।  
গোপন খবরের ভিত্তিতে রাতে স্পা সেন্টারটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় সেখান থেকে সাত নারী ও দুই পুরুষকে আটক করা হয়।  

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে একজন পালিয়ে গেছেন৷ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই।  
আটক নয়জনের নামে গুলশান থানায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা অক্টোবর ০৩, ২০২২
এসজেএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।