ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালাইয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, অক্টোবর ২, ২০২২
কালাইয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই পৌর শহরের সরাইল মহল্লায় গাছ থেকে পড়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (০২ অক্টোবর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক হিসেবে একটি মরা ইউক্ল্যালিপ্টাস গাছের ডাল কাটছিলেন শহিদুল। এ সময় অসাবধানতায় গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন গাছ থেকে পড়ে শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।