ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সম্পত্তি নিয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, অক্টোবর ২, ২০২২
সম্পত্তি নিয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা খুন

ঢাকা: রাজধানী কামরাঙ্গীরচরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ভাইও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘাতক পলাশ ও তার পরিবারের ছুরিকাঘাতে ভাতিজা হাবিবুল বাশার মুন্না (৩৫) মারা গেছে। এই ঘটনায় মুন্নার আপন দুই ভাই সানজিদ ও মোরসালিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২ অক্টোবর) বিকেলে কামরাঙ্গীরচরের কয়লার ঘাট জজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চাচা পলাশের ছুরিকাঘাতে আহত তিন ভাইকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুন্না নামের এক ভাইয়ের মৃত্যু হয়।

আহতদের একজন সানজিদ জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে চাচা পলাশের সঙ্গে বিরোধ চলে আসছিল। পলাশ তার স্ত্রী সালমাসহ দুই সন্তানকে নিয়ে বাসায় প্রবেশ করে তিন ভাতিজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। জখম তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচার হাতে এক ভাতিজা নিহত হয়েছে। দুই ভাই আহত হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।