ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিজয়নগরে মাইক্রোবাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, অক্টোবর ২, ২০২২
বিজয়নগরে মাইক্রোবাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুরের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সুমন গোস্বামী (৩১) ও মোহন বণিক (৩০)। নিহতদের বাড়ির হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু বাংলানিউজকে জানান, ওই মহাসড়কের শশই নামক স্থানে সিলেটমুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লরি, মাইক্রোবাস ও অটোরিকশাটি থানায় নিয়ে আসে।  

নিহতের স্বজনরা জানান, তারা দুর্গা পূজা উপলক্ষে ভারতে যাওয়ার পথে এ দুঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।