ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, অক্টোবর ২, ২০২২
রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মারুফ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উত্তরখানের তেরমুখ ঘাট এলাকায় থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করা হয় তাকে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, শুক্রবার তেরমুখ ঘাট পুলিশ চেকপোস্টের সামনে একজন ব্যক্তিকে সন্দেহ হলে দাঁড়াতে বলা হয়। সে না দাঁড়িয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্টে ডিউটিরত পুলিশ রাত ১১ টায় তাকে গ্রেফতার করে। এসময় তার  কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।