ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মহাদেবপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ২৬, ২০২২
মহাদেবপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকারের ধাক্কায় রাবেয়া খাতুন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের বাগাচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া উপজেলার সরাইল গ্রামের আহম্মদ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে পার হওয়ার জন্য বাগাচারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রাবেয়া। এসময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।