ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জানুয়ারি ২৪, ২০২২
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল: জেলার আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি দিবাগত রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হোসেন সিকদার (২৫) নিহত হয়েছেন।

হোসেন আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকপাড়া গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। পেশায় সে মোটরমেকানিক ছিলেন।

অপরদিকে রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এমদাদুল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

সে জেলার বানারীপাড়া উপজেলার কচুয়া সুলতানা রাজিয়া বিদ্যা নিকেতনের শিশু শ্রেণির ছাত্র ছিল।

রবিবার সন্ধ্যায় উপজেলার দান্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত শিশু এমদাদুল হক ওই গ্রামের মনিরহোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।