ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ট্রলারসহ ২০ মণ জাটকা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জানুয়ারি ১৪, ২০২২
পাথরঘাটায় ট্রলারসহ ২০ মণ জাটকা জব্দ ফাইল ফটো

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন অর রশীদ জানান, নদী থেকে মাছ শিকার করে বিএফডিসিতে যাওয়ার সময় একটি ট্রলারসহ ২০ মণ জাটকা  জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্হানীয় এতিমখানা, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং ট্রলারটি মুছলেকা নিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।