ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, জানুয়ারি ১১, ২০২২
রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা ও দীল বাহার।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদককারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

আটকদের নামে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।