ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

কোনাবাড়ীতে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ডিসেম্বর ১২, ২০২১
কোনাবাড়ীতে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় আধাপাকা টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর মিনি (ডিবিএল) ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনশেডের আধাপাকা ৬টি ঝুটগুদাম ঝুট মালামাল পুড়ছে গেছে। শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফসহ কয়েকজন ঝুট ব্যবসা করে আসছিল।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওইসব ঝুট গুদামগুলোতে গার্মেন্টসের ঝুটের মালামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কোনাবাড়ীতে ঝুটগুদামে আগুন

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।