ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, ডিসেম্বর ৬, ২০২১
দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে ইয়াছিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার সোনাহার ইউনিয়নের আমজাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইয়াছিন একই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো ইয়াছিন। খেলা করার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসতে দেখে স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ