ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসো’র কক্সবাজার জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, ডিসেম্বর ৫, ২০২১
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসো’র কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি ও সাধারণ সম্পাদক।

কক্সবাজার: প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) কক্সবাজার শহরের এসপি রেসিডেন্সিয়াল সড়কে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

 

সভায় প্রকৌশলী লায়ন জালাল উদ্দিনকে সভাপতি, প্রকৌশলী মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান বলেন, প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই কমিটি আইডিইবি কক্সবাজার জেলা শাখার কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।