ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নুরকে দেখতে হাসপাতালে এসে অবরুদ্ধ আসিফ নজরুল, বেরিয়ে গেলেন পেছনের গেট দিয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, আগস্ট ৩০, ২০২৫
নুরকে দেখতে হাসপাতালে এসে অবরুদ্ধ আসিফ নজরুল, বেরিয়ে গেলেন পেছনের গেট দিয়ে নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

রাজধানীর বিজয়নগরে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে এসে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের শিক্ষক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে উপদেষ্টাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে আসিফ নজরুল জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করলেও বেরিয়ে যান পেছনের গেট দিয়ে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টা  দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আহত নুরকে দেখতে ঢামেক হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগসহ চত্বরে অবস্থানরত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং তাকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে তিনি হাসপাতালের লোকজনদের সঙ্গে প্রশাসনিক ব্লকের গেট দিয়ে বেরিয়ে যান।

ঢামেক হাসপাতালে থেকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। এ সময় জরুরি বিভাগে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তিনি হাসপাতালের অপর একটি গেট দিয়ে বেরিয়ে যান।

এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ