ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বোয়ালমারীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, নভেম্বর ১৮, ২০২১
বোয়ালমারীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার গ্রেফতার নয়ন মোল্যা

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় নয়ন মোল্যা (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরসালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে নয়ন ।

ওসি মো. নুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ নভেম্বর) রাতে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামে মামা বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করা হয়। সে গত ১৪ নভেম্বর শেখপুর গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে এসে একটি শিশুকে (৭) ধর্ষণচেষ্টা করে।  

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার নয়নকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।