দুর্ঘটনার শিকার যুদ্ধবিমান ভূপাতিত হয়ে হতাহতের ঘটনায় দোয়া চেয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই দোয়া প্রার্থনা করা হয়।
সেখানে বলা হয়, দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয়-ভবনের ওপর আকস্মিকভাবে দুর্ঘটনাকবলিত একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কলেজের শিক্ষক, স্বেচ্ছাসেবক দল, রোভার স্কাউট, বিএনসিসি, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকাবাসী আন্তরিকভাবে তাৎক্ষণিক উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে।
বিভিন্ন বাহিনীর চৌকস দলের আন্তরিক ও দক্ষ কর্মতৎপরতায় উদ্ধারকাজ চলমান।
ঘটনার পরপরই শিক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ফায়ার সার্ভিসের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, পুলিশ কমিশনার, নৌবাহিনী ভারপ্রাপ্ত প্রধান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ও জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণের যথার্থ তথ্য নিরূপণের কাজ চলছে।
মাইলস্টোন পরিবারের প্রতিটি সদস্য ও মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এই আকস্মিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। কলেজের অধ্যক্ষ মহোদয় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
দুপুরের দিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। এদের বেশিরভাগই শিক্ষার্থী। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়।
এমআইএইচ/আরএইচ