রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা।
সোমবার (২১ জুলাই) পৃথক বার্তায় দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন-ইইউ প্রতিনিধিদলের অফিস গভীর শোক প্রকাশ করেছে। জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।
এ দুর্ঘটনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। ঢাকাস্থ সুইজারল্যান্ড, কানাডা, জাপান, দূতাবাস বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে।
এ ছাড়াও উন্নয়নশীল ৮ দেশের জোট ডি-৮ এর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ইতোমধ্যে পাইলট ও শিক্ষার্থীসহ ২০ জন মারা গেছে। আহত হয়েছে ১৭০ জন।
টিআর/এমজেএফ