রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে শপথ নিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বর্ষাকালীন অধিবেশনের উদ্বোধনী দিন সোমবার (২১ জুলাই) তিনি শপথ নেন।
প্রসঙ্গত, শ্রিংলা ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ভারতের পররাষ্ট্রসচিব ছিলেন। ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে হাইকমিশনার ছিলেন। সদানন্দ ২০২১ সালে কেরালা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। তবে জয়ী হননি। বিজেপি তাকে ‘জীবন্ত শহীদ’ বলে থাকে, কারণ ১৯৯৪ সালে দুষ্কৃতকারীদের বোমার আঘাতে তার দুই পা জখম হয়। তিনি আরএসএস-এর সক্রিয় সদস্য।
সূত্র: ভারতীয় সংসদ টিভি