ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

জমি নিয়ে বিরোধে রাজনগরে যুবক খুন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, নভেম্বর ১৮, ২০২১
জমি নিয়ে বিরোধে রাজনগরে যুবক খুন প্রতীকী ছবি

মৌলভীবাজার: জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুল মালিক উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের বাসিন্দা সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পদসহ যাবতীয় কিছু দেখাশোনা করতেন আব্দুল মালিক। অ্যাড. মন্টুর সঙ্গে উত্তরভাগ ইউনিয়নের অলা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ছিল। নিহত আব্দুল মালিক ছিলেন অ্যাড. মন্টুর যাবতীয় কাজের সাহায্যকারী। তাই বিরোধীপক্ষ বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে উত্তরভাগ ইউনিয়নের সদস্য জুয়েল আহমদ বলেন, উভয়পক্ষের কোন্দলের বলি হলেন আমার চাচাতো ভাই আব্দুল মালিক। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একজনকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত কাউকে আটক হয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।