ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশ-বাস শ্রমিক সংঘর্ষে নওগাঁয় বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, নভেম্বর ১৭, ২০২১
পুলিশ-বাস শ্রমিক সংঘর্ষে নওগাঁয় বাস চলাচল বন্ধ সংঘর্ষের পর বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় পুলিশের অবস্থান-বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে আন্ত: জেলা বাস সার্ভিস বন্ধ রেখেছেন শ্রমিকরা।

সংঘর্ষের পর বুধবার ( ১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন বাস শ্রমিকরা।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে শহরের মশরপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। ওই ঘটনায় বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনাল এলাকায় যায় পুলিশ।

এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে বাস শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যান, দুটি বাস ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যার পরে আবারও ভাঙচুর শুরু করেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে আন্ত:জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসটার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ বাস মালিক সমিতির নেতা শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে করে শ্রমিকরাই বাস চালানো বন্ধ ঘোষণা করেছে। তবে বিষয়টি নিয়ে আমাদের নেতাকর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।